আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভায় সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল
নিউইয়র্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরি কমিটির এক সভা গত ৫ নভেম্বর বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সহ সভাপতি মীর ই ওয়াজিদ শিবলি, সদস্য আশরাফুল হাসান বুলবুল, কানু দত্ত, আজিমুর রহমান অভি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য রাশেদ আহমেদ, আকবর হায়দার কিরণ, সদস্য মিজানুর রহমান, সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ শহীদুল্লাহ, কবি মিশুক সেলিম, সাদী মিন্টু প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাবা মোহাম্মদ আবুল কাশেমের (৭৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহাম্ম শহীদুল্লাহ। অন্যদিকে গত ৩১ অক্টোবর ম্যানহাটনে সন্ত্রাসী হামলা এবং গত ৫ নভেম্বর টেক্সাসের একটি গির্জায় হামলার তীব্র নিন্দা জানানো হয়। এ দুটো সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এ ছাড়াও সভায় সংগঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।