আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো ১২ মে রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

ইফতার  মাহফিলে স্বাগত বক্তব্য দেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও ইস  লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল। ইফতার মাহফিল সঞ্চালনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও আইটিভি ইউএসএ’র সিইও মুহাম্মদ শহীদুল্লাহ।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও তাদের পরিবার, প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধা  এবং কমিউনিটির বিশিষ্টজনেরা ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার মাহফিল শেষে মা দিবস উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি কেক কাটা হয়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গ কেক কাটায় অংশ নেন।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলের কিছু ছবি। তুলেছেন  শাহ জে. চৌধুরী

Copyright ©2017 America Bangladesh Press Club. All Rights Reserved