
হারুন হাবীবের বই নিয়ে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান
মুক্তিযোদ্ধা-লেখক-সাংবাদিক হারুন হাবীবের সদ্য প্রকাশিত ৩টি গ্রন্থের ওপর নিউইয়র্কে অনুষ্ঠিত এক মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণকারিরা বাঙালির স্বাধিকার আন্দোলনের অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাগ্রত রাখার স্বার্থে সকলকে সোচ্চার থাকার আহবান জানানো হয়। একইসাথে, অসাম্প্রদায়িক ও মানবিকতাসম্পন্ন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার মত যে কোন অপতৎপরতা প্রতিহত করতে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানানো হয়। এজন্যে নিজ নিজ অবস্থান থেকে লেখনী অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য অবহিত রাখার জন্যেও একযোগে কাজের সংকল্প ব্যক্ত করা হয়।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র উদ্যোগে এই অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে মেজবান পার্টি সেন্টারে। ‘ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’, ‘গণমাধ্যম ১৯৭১ বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ এবং ‘পাঁচ পুরুষ’-এই গ্রন্থ ৩টি নিয়ে মূল আলোচনা করেন যথাক্রমে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ,বিশিষ্ট লেখক প্রাবন্ধিক ফেরদৌস সাজেদীন এবং লেখক-সমালোচক হাসান ফেরদৌস। প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এ আলোচনা-অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান। আলোচনার পর পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রব, প্রবাসের শক্তিমান কবি ও লেখক ফকির ইলিয়ািস এবং সমাজসেবক ও যুক্তরাষ্ট্র সেক্টও কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া।
সকলেই হারুন হাবীবকে অভিনন্দন জানান মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া অনেক ঘটনার যথাযথ উপস্থাপনের পাশাপাশি রনাঙ্গনের অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসার জন্যে। বিশেষ করে, মুক্তিযুদ্ধ চলার সময়েও বিভিন্ন রনাঙ্গনের খবরাখবর ব্যাপক জনগোষ্ঠির মধ্যে প্রচারের মাধ্যমে সেই যুদ্ধের প্রতি জনমত সংহত করতে যে ৭৫টি পত্রিকা প্রকাশিত হয়েছে, সে সবের আলোকে গবেষণামূলক গ্রন্থ ‘গণমাধ্যম ১৯৭১ Ñ বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’কে ঐতিহাসিক একটি দলিল হিসেবে মন্তব্য করেন প্রায় সকলেই। কেউ কেউ মুক্তিযুদ্ধের সমর্থনে রাশিয়াসহ আরো কয়েকটি দেশের শীর্ষস্থানীয় মিডিয়ার সংবাদকেও সংকলিত করার পাশ াপাশি নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মিডিয়ার সংবাদগুলোকে অনুবাদ করে বাংলায় প্রকাশের তাগিদ দেন।
সকলের আলোচনার পর হারুন হাবীব বলেন, ‘একজনের পক্ষে সবকিছু পরিপূর্ণভাবে করা অনেক সময়েই সম্ভব হয় না। আমি যা সম্পন্ন করতে পারিনি, তা অন্যেরা করলে এই অসম্পূর্ণতা (যারা মনে করেন) দূর হয়ে যেতে পারবে।’ শুরুতে হারুন হাবীবের জীবনী উপস্থাপনকালে সঞ্চালক মিজানুর রহমান উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ঘরে ফিরে যে কতিপয় তরুণ সরাসরি সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন হারুন হাবীব তাঁদের একজন। প্রত্যয়ী এই লেখক একাত্তরের রণাঙ্গনকে সবিশেষ যতেœ তুলে ধরেছেন তাঁর কলমে Ñ চিত্রিত করেছেন নিজস্ব শৈলীতে। তাঁর ছোটগল্প,উপন্যাস, প্রবন্ধ, নাটক ও স্মৃতিকথার প্রধানতম বৈশিষ্ট, তিনি নিরবিচ্ছিন্নধারায় তুলে ধরেন বাঙালির মহত্ত্বতম ইতিহাস ও ঐতিহ্য ; মুক্তিযুদ্ধ ও তার পরবর্তিকাল।’
গেরিলা যোদ্ধা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গন-সাংবাদিক হারুন হাবীব ছুটে বেড়িয়েছেন ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে, ক্যাম্প থেকে ক্যাম্পে, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। তাঁর ছোটগল্প, প্রবন্ধ, নাটক ও যুদ্ধস্মৃতি বাঙালির অমলীন ইতিহাসের সেই অসামান্য ছবি- যা ১৯৭১ এবং পরবর্তি বাংলাদেশকে তুলে ধরে, প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পড়ার অনুপ্রেরণা জোগায়।’ মুক্তিযুদ্ধের সাহিত্যে সামগ্রিক অবদানের জন্যে হারুন হাবীব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। লাভ করেন আরও অন্যান্য স্বীকৃতি। এ অনুষ্ঠানেও প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বলিষ্ঠ কন্ঠস্বর’ হিসেবে অভিহিত করে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ৬৭ বছর বয়েসী হারুন হাবীবকে বাংলাদেশের
সাংবাদিকতায় একটি উজ্জল নাম হিসেবে অভিহিত করেন প্রেসক্লাবের সর্বস্তরের সদস্য-কর্মকর্তারা। উল্লেখ্য, তিনি জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর লেখালেখি আজও বাংলাদেশকে তুলে ধরে। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা জাতীয় সংগঠন ‘সেক্টর কমান্ডারস্ ফোরাম – মুক্তিযুদ্ধ ’৭১’ এর দীর্ঘকালীন মহাসচিব তিনি।
এ অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ এবং ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী। সার্বিক সহায়তা করেছে ‘দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায়’ নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন একাত্তরের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারী, লেখক-কলামিস্ট শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, প্রবীন সাংবাদিক গাজিউর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির সভানেত্রী মোর্শেদা জামান, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী,্নিউ ইয়র্ক বাংলা সম্পাদক আকবর হায়দার কিরণ বাংলা ফাউন্ডেশন প্রধান মিনহাজ আহমেদ শাম্মু, লেখিকা শামসাদ হুসাম এবং পপি চৌধুরী, কবি তুলি ইলিয়াস, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান এবং বন্ধনের সম্পাদক সঞ্জীবন কুমার, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, গ ণজাগরণ মঞ্চের গোপাল সান্যাল প্রমুখ। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত, আশরাফুল হাসান বুলবুল এবং আজিমউদ্দিন অভি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ।