রিজু মোহাম্মদের ভাই আব্দুল আহাদের ইন্তেকাল: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের শোক

নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদের ভাই আব্দুল আহাদ ওরফে শিন উদ্দিন (৪৩) ৯ মে রবিবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল আহাদ গত প্রায় ছয় মাসের বেশি সময় ধরে নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন‌ ছিলেন। তিনি অ্যালার্জিজনিত বিরল রোগ ডেগোজ-এ ভুগছিলেন। গত দুই তিন মাস ধরে তার অবস্থার বেশ উন্নতি হয়েছিল। কিন্তু গত দু-তিন দিন ধরে আবারও অবনতি হতে শুরু করে। তিনি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। রবিবার দুপুর আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল আহাদ সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি সিলেটের বিয়ানীবাজার থেকে প্রকাশিত বিয়ানীবাজার নিউজ টোয়েন্টিফোর ডটকম, সাপ্তাহিক সিলেট দর্পণ এবং জনপ্রিয় টিভি চ্যানেল `এবি টিভি’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। প্রায় চার বছর আগে তিনি নিউইয়র্কে স্থায়ী হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে এবং বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারে সাত ভাই ও তিন বোনের মধ্যে আব্দুল আহাদ তৃতীয় ছিলেন।

স্থানীয় সময় রবিবার এশা ও তারাবির নামাজের পর আব্দুল আহাদের নামাজের জানাযা নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ভাই নাজু মোহাম্মদ জানাযায় ইমামতি করেন। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি জানাযায় শরিক হন। সোমবার ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে আব্দুল আহাদের মরদেহ দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের ভাই সাংবাদিক আব্দুল আহাদের মৃত্যুতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Copyright ©2017 America Bangladesh Press Club. All Rights Reserved