ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভ মায়ের মৃত্যুতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের শোক
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিমের রত্নগর্ভ মা এবং সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)।
প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বৃহস্পতিবার এক বিৃবতিতে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাহানারা হোসেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
কর্মজীবনে সফল ও উচ্চশিক্ষিত সন্তানদের মা হিসেবে জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়েছে।