আশরাফুল আলম খোকনের পিতার মৃত্যুতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের শোক

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মো. আশরাফুল আলম খোকনের পিতা মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)।
স্থানীয় সময় সোমবার প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এক শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময় সোমবার মো. আনোয়ার হোসেন (৭৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Copyright ©2017 America Bangladesh Press Club. All Rights Reserved