আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উদযাপন

বাঙালির নবান্ন উৎসবের মতো আমেরিকায় পালন করা হয় ‘থ্যাঙ্কস গিভিং ডে’। আমেরিকার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরাও বর্ণাঢ্য আয়োজনে এ দিনটি উদযাপন করেছেন।আয়োজক ছিল নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’।
বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রিন্স কাবাব রেস্টুরেন্টের মিলনায়তনে এ দিনটি পালনে জড়ো হন সবাই। অনুষ্ঠানে তিনটি টারকি কাটা হয়।

প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ১৬২১ সালে প্রথমবারের মতো আমেরিকান কৃষকেরা সম্মিলিত ভোজে মিলিত হন। এর প্রায় ২০০ বছর পর তা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবারকে ‘থ্যাঙ্কস গিভিং ডে’ হিসেবে উদযাপন করার প্রথা চালু করেন।

‘থ্যাঙ্কস গিভিং ডে’ উপলক্ষে প্রেস ক্লাবের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল।

ডেমক্র্যাটিক পার্টির সংগঠক বাদল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিরোধী কিছু পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের নিষ্ঠুর নির্দেশের বলি হয়েছেন শতশত বাংলাদেশিসহ অর্ধ লক্ষাধিক অবৈধ অভিবাসী। এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ায় তাদের স্ত্রী-সন্তানেরা এখন অবর্ণনীয় দুর্দশায় নিপতিত হয়েছেন। থ্যাঙ্কস গিভিংয়ের আমেজ মলিন হয়ে পড়েছে ঐসব পরিবারে। আমাদেরকে শপথ নিতে হবে, সামনের বছরের থ্যাঙ্কস গিভিং ডে’র আগে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যেন ট্রাম্পের রিপাবলিকান দলের কংগ্রেসে ধস নামাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের অভিবাসন বিষয়ক দফতরের সমন্বয়কারি নাঈমা সুলতানা। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের সঠিক দিক-নির্দেশনা প্রদানে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। সিটি মেয়র অফিসে বিদ্যমান সুযোগ-সুবিধা আদায়ের ক্ষেত্রেও মিডিয়াকে জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যদিয়েই প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে নিতে নিরন্তরভাবে কাজ করছেন ক্লাবের সদস্যরা। এক্ষেত্রে কম্যুনিটি লিডারদেরও সর্বাত্মক সহায়তা পাওয়া যাচ্ছে।

থ্যাঙ্কস গিভিং ডের জন্যে গঠিত কমিটির আহবায়ক রাশেদ আহমেদ (চ্যানেল আই) এবং সদস্য-সচিব আজিমউদ্দিন অভি (বাংলা ভিশন) সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্যে।

অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী, কোষাধ্যক্ষ আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য আশরাফুল হাসান বুলবুল এবং কানু দত্ত, নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আকবর হায়দার কিরণ, ক্লাবের সিনিয়র সদস্য মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন, পপি চৌধুরী, তপন চৌধুরী, জামান তপন প্রমুখ ছিলেন অতিথি আপ্যায়নে।

কম্যুনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, নির্মাণ ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল, ইনাইটেড ট্যাক্সি ওয়ার্কার্স ফোরামের নেতা ওসমান চৌধুরী, ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, জামালপুর জেলা সমিতির নেতা শাহীন খান, বাংলাদেশ সোসাইটির নেতা সাদী মিন্টু, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী জসীমউদ্দিন, মার্শাল মুরাদ প্রমুখ। উল্লেখ্য, ক্লাবের সদস্যরা ছিলেন সপরিবারে।

Copyright ©2017 America Bangladesh Press Club. All Rights Reserved