
এবিপিসির অভিষেক অনুষ্ঠানে কমিউনিটির ব্যাপক উপস্থিতি
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি)’ প্রথমবারের মত নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ২০১৭ অনুষ্ঠান সফল করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশি কমিউনিটিকে।
নিউইয়র্কের মিডিয়া, বিশেষ করে এখানকার সাংবাদিকদের সঙ্গে কমিউনিটির যে গভীর সখ্যতা, ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে তা আবারো প্রমাণিত হলো অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা সার্বক্ষণিক চেষ্টা করি সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও সততা বজায় রাখার। আর এসবেরই পুরস্কার হিসাবে আমরা পেয়েছি কমিউনিটির প্রতিটি মানুষের ভালবাসা।
৭ মে ২০১৭, রোববার নিউইয়র্কের অভিজাত লাগোর্ডিয়া প্লাজা হোটেলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির উপস্থিতি ছিল শতভাগ। ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং, ঢাকার বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, সিপিজে’র দক্ষিণ এশিয়াবিষক প্রোগ্রাম-এর আলিয়া ইফতিখার, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং আমেরিকার মূলধারা ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তিনশতাধিক অতিথি যোগ দেন আমাদের অভিষেক অনুষ্ঠানে। আমরা চেষ্টা করেছি একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার। কতটুকু সফল হয়েছি তার বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দিলাম। একটি অনুষ্ঠানে কিছু ভুল-ত্রুটি থাকবেই। আপনারা বিষয়টি ক্ষমতাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
অভিষেক অনুষ্ঠানটি সফল করতে যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অবিচল’-এ যারা লেখা ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও রইলো আমাদের অশেষ কৃতজ্ঞতা ও অফুরন্ত ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই অনুষ্ঠানটি সফল করা সম্ভব ছিল না।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সবাইকে গানের তালে মাতিয়ে রাখার জন্য। নত্যৃ সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীদেরও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের সুন্দর পরিবেশনার জন্য। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পার্থ ও তার মিউজিশিয়ান দলকে। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নিউইয়র্কের শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলমকে।
অভিষেক অনুষ্ঠান সফল করার জন্য আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব লাবলু আনসার, অনুষ্ঠানের আহ্বায়ক ও সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসাইন, প্রধান সমন্বয়কারী রাশেদ আহম্মেদ, সদস্য পপি চৌধুরী ও ফারহানা চৌধুরীসহ কার্যকরী কমিটির নেতবৃন্দ রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিষেক অনুষ্ঠানের উপস্থাপক শারমিন রেজা ইভা, নতুন প্রজন্মের টিভি উপস্থাপক রূপন্তী ও ইয়ারাকে। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কার্যকরী সদস্য নিহার সিদ্দিকী, সদস্য আনোয়ার হোসেন বাবর, আমজাদ হোসেন এবং সুজন আহমেদকে অনুষ্ঠানের অসাধারণ স্থির ও ভিডিওচিত্র ধারণ করার জন্য।
এছাড়াও এই অনুষ্ঠান সফল করতে অনেকেই নেপথ্যে থেকে নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা।