আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত।। শারমিন রেজা ইভার জন্য দোয়া মাহফিল ৫ জানুয়ারি
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরি কমিটি ও সদস্যদের মাসিক সভা গত ৩১ ডিসেম্বর বিকেলে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লাবলু আনসার এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি মীর ই ওয়াজিদ শিবলি, নির্বাচন কমিশনের সদস্য রাশেদ আহমেদ, আকবর হায়দার কিরণ, কার্যকরি কমিটির সদস্য কানু দত্ত, সাধারণ সদস্য মিজানুর রহমান। সভার সিদ্ধান্তের সাথে এক মত পোশন করেন কোষাধ্য মোহাম্মদ আবুল কাশেম, কার্যকরি সদস্য আশরাফুল হাসান বুলবুল, মোহাম্মদ আজিম উদ্দিন অভি।
সভায় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য শারমিন রেজা ইভার রোগ মুক্তি কামনা করে আগামী ৫ জানুয়ারি বাদ জুমা জ্যাকসন হাইটস মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দোয়া মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়। সভায় থ্যাঙ্ক গিভিং ডে ও ওয়েব সাইটের হিসাব চূড়ান্ত করা হয়। এ ছাড়াও ক্লাবের সদস্য রাশেদ আহমেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ এবং বিবৃতি দেয়ার জন্য নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে বাংলা একাডেমির ফলোশীপ পাওয়ার জন্য ভায়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইবকবাল বাহার চৌধুরী এবং মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক ড. নূরন্নবীকে অভিনন্দন জানানো হয়।