আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের থ্যাংকসগিভিং ডে উদযাপন

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) থ্যাংকসগিভিং ডে’র অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা। ছবি: শাহ জে. চৌধুরী

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) থ্যাংকসগিভিং ডে উদযাপন করেছে। এ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, তাদের পরিবারবর্গ এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক বছরের নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন করা হয়। দিনটিকে অনেকে দ্য টার্কি ডে বলে থাকেন। ঐতিহাসিকভাবে থ্যাংকসগিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটি অনুষ্ঠাান। থ্যাংকসগিভিং ডে’র মূল উদ্দেশ্য, পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ সবাই এক হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য দেশ ও জাতির সাফল্যের জন্য কৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। এদিন খাবারের তালিকায় থাকে টার্কি রোস্ট, ক্র্যানবেরি সস, মিষ্টি আলুর ক্যান্ডি, স্টাফিং, ম্যাশড পটেটো এবং ঐতিহ্যবাহী পামকিন পাই। টার্কি দেখতে বনমোরগের মত।

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) থ্যাংকসগিভিং ডে’র অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার। ছবি: শাহ জে. চৌধুর

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব প্রতিবছর থ্যাংকসগিভিং ডে উদযাপন করে। এবছর অনুষ্ঠানে পরস্পরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উদ্বোধনী পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট প্রেস সেক্রেটারি নূরএলাহি মিনা, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং মূসা আহমেদ।
আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান, ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল চৌধূরী ও জয় চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ সভাপতি আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য শিব্বির আহমেদ, তপন চৌধুরী, নির্বাচন কমিশনার জাহেদ শরীফ, সদস্য ফরিদ আলম, নিহার সিদ্দিকী, পপি চৌধুরী, আমজাদ হোসেন, মোহাম্মদ হোসেন দীপু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়া, কোষাধ্যক্ষ আলিম খান, প্রচার সম্পাদক শুভরায়, কমিউনিটি কর্মী মিনহাজ আহমেদ সাম্মু, আলমগীর খান আলম, খালেদ মাহমুদ, নিলুফা শিরিন, শাহীন খান, গোলাম জিলানী, ‘বাংলা চ্যানেল টিভির’ প্রধান নির্বাহী শাহ জে চৌধুরী, ‘জেবিবিএ’ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও শাহ মাহবুব।

Copyright ©2017 America Bangladesh Press Club. All Rights Reserved