আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১১ মার্চ
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠার নয় বছরের ইতিহাসে এই প্রথমবার নির্বািচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন সদস্যের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ এবং ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে ২৫০ ডলার, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ২০০ ডলার এবং কার্যকরী সদস্য পদের জন্য ১৫০ ডলার। মনোনয়ন ফি অফেরতযোগ্য।
প্রথমবারের মত অনুষ্ঠেয় এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের প্রার্থীদের অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা গ্রিনকার্ডধারী হতে হবে। এছাড়া অন্যান্য সকল পদে ন্যুনপক্ষে ওয়ার্ক পারমিট থাকতে হবে বলে নির্বাচন কমিশন তফসিলে উল্লেখ করেছে।
অতীতে প্রেসক্লাবের মনোনীত কমিটির গুরুত্বপূর্ণ এই তিনটি পদে বৈধ অভিবাসী হিসাবে বাধ্যবাধকতা না থানায় সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনায় অনেক জটিলতা দেখা দেয়। যে কারণে প্রতিষ্ঠার নয় বছরেও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ব্যাংক হিসাব গঠনতন্ত্র মেনে পরিচালনা করা সম্ভব হয়নি।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী শামসুল হক প্রধান নির্বাচন কমিশনার, প্রতিষ্ঠাতা সদস্য আকবর হায়দার কিরণ এবং রাশেদ আহমেদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সাধারণ সদস্যরা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন গঠন করেন।
কার্যকরী কমিটি যথাসময়ে নির্বাচন করতে না পারায় জরুরি সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বর্ধিত করার অনুমোদন দেন সাধারণ সদস্যরা।